জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ
১২ জানু ২০২৩, ০৫:২১ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার (বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় শীতার্তদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের ২০০ জন শীতার্তকে শীতবস্ত্র দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন। এছাড়াও সাংবাদিক আল আমিন আহমদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অর্জুন গোয়ালা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মোরশেদ আহমদ রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার