জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার (বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় শীতার্তদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডের ২০০ জন শীতার্তকে শীতবস্ত্র দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি ৫২ ব্যাটালিয়ন, বিয়ানীবাজার-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী ও সহকারী পরিচালক মোহাম্মদ নুর হোসেন। এছাড়াও সাংবাদিক আল আমিন আহমদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য অর্জুন গোয়ালা, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মোরশেদ আহমদ রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyajkersylhet24@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক আজকের সিলেট, রেজি নং: সিল/১৫৩