সবজি বাগানে গাঁজার চাষ করতেন গোয়াইনঘাটের পাগলা মিজান

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ মে ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ণ


সবজি বাগানে গাঁজার চাষ করতেন গোয়াইনঘাটের পাগলা মিজান

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সবজি বাগানে গাঁজার চাষ করতেন পাগলা মিজান। গাঁজার গাছসহ মিজান নামের বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. মিজানুর রহমান মিজান পাগলা (৬০)।

তিনি গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (ঢালার পাড়) মৃত ওহাব আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩ মে) রাতে গোয়াইনঘাট থানা এলাকার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান মিজান পাগলা (৬০) নামে এক বৃদ্ধের বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক বৃদ্ধের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার