ধলাই নদী থেকে ছুরিকাঘাত করা যুবকের লাশ উদ্ধার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১৩ এপ্রি ২০২৩, ০২:২৮ অপরাহ্ণ


ধলাই নদী থেকে ছুরিকাঘাত করা যুবকের লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুর উদ্দীন (২৬)। সে ৫নং ওয়ার্ডের উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ যুবককে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার