অতিথি হয়ে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ ফেব্রু ২০২৩, ০১:৫৩ অপরাহ্ণ


অতিথি হয়ে রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে কামালপুরে তার পৈতৃক নিবাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান তিনি। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতি সঙ্গে একই টেবিলে দুপুরে খাবার খাবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির। এই পনিরের ঐতিহ্য দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত ছিল।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করন। সেখানে তিনি দুপুর ১টা পর্যন্ত অবস্থান শেষে রাষ্ট্রপতির বাড়িতে যান।

দীর্ঘ দুই যুগ পরে আবারও কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতির ছেলে এমপি তৌফিক জানান, হাওরের টাটকা মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে। প্রধানমন্ত্রীর জন্য হাওরের মাছ ও পনির আলাদা করে রাখা হয়েছে। তার সঙ্গে পাঠানো না গেলেও পরে পাঠিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। অষ্টগ্রামের পনির গণভবনে মাঝে-মধ্যেই পাঠানো হয়। মিঠামইনে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি শেষ। এখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হাওরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের উন্নয়নে তিনি সব করে দিয়েছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব আজীবন। প্রধানমন্ত্রী হাওরে এসেছেন এটাই আমাদের বড় পাওয়া।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যোগ দেবেন মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশে।

প্রসঙ্গত, বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এসেছেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 983 বার