যুক্তরাজ্য থেকে ভোটের মাঠে ১০ প্রার্থী, ৬ জনই বিএনপির
৩১ জানু ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রতিবারই প্রবাসী রাজনীতিকদের সক্রিয় উপস্থিতি লক্ষ করা যায়। বিশেষ করে যুক্তরাজ্যে রাজনীতিতে সক্রিয় বাংলাদেশি নেতারা নির্বাচন সামনে এলেই দেশে গিয়ে প্রার্থী হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। এবারের নির্বাচনে অংশ নিতে যুক্তরাজ্য থেকে ১০ জন প্রার্থী দেশে নির্বাচনী মাঠে নেমেছেন।
তাঁদের মধ্যে ছয়জন বিএনপির ধানের শীষ প্রতীকধারী এবং চারজন জামায়াতে ইসলামীর প্রার্থী।
বিএনপির সূত্র জানায়, মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালেক, যিনি সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকজন সদ্য সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া দলের পক্ষ থেকে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির পঞ্চগড়-১ (অটোয়ারী, তেঁতুলিয়া ও সদর), ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর), ইয়াসির খান চৌধুরী ময়মনসিংহ-৯ (নান্দাইল) এবং ড. মো. মনিরুজ্জামান সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামায়াতে ইসলামীর দলীয় সূত্র জানিয়েছে, ব্রিটেনে জামায়াতের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম দলীয়ভাবে পরিচালিত হয় না। বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনের মাধ্যমে কার্যক্রম চালানো হয়। দলীয় কমিটি না থাকলেও জামায়াত ব্রিটেন থেকে চারজনকে দলীয় প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছে, যাঁরা সবাই বিদেশ থেকে দেশে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁরা হলেন পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, যুক্তরাজ্য বিএনপির নেতারা নির্বাচনে অংশ নিতে দেশে গিয়েছিলেন। ইনশাআল্লাহ তাঁরা সবাই বিজয়ী হবেন।
সদস্যসচিব খসরুজ্জামান খসরু বলেন, ‘যুক্তরাজ্য বিএনপির সাবেক কমিটির চারজন নেতা প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কমিটির বাইরে আরো দুজন প্রার্থী আছেন।সাবেক শিবিরকর্মী জামিল আহমদ বলেন, ব্রিটেনে জামায়াতের সরাসরি কোনো কমিটি নেই। তবে ব্রিটেন থেকে দলীয় মনোনয়ন নিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট চার প্রার্থী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে জামায়েতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, মেয়ের জামাই ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও যুক্তরা দুই নেতা নির্বাচনে অংশ নেন। তাঁরা হলেন সিলেট-১ আসনে এহতেশাম হক এবং সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। পরে জোটের অন্য প্রার্থীদের এই দুটি আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে উভয় প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 985 বার