চাকসু মামুনের পক্ষ নেওয়ায় ব*হি*ষ্কা*র বিএনপির ৯ নেতা
৩১ জানু ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিএনপির বিদ্রোহী এক প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ৯ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের ৫ জন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা। আর অপর ৪জন কানাইঘাটের বিভিন্ন ইউনিটের।
শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বহিস্কৃত নেতারা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, সদস্য রিপন আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
অপর পাঁচজন হলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কোষাধ্যক্ষ আবুল বাশার, ২নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হোসেন নিমার।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতারা দলীয় নির্দেশনা অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিস্কৃত মামুনুর রশীদ মামুন- চাকসু মামুনের পক্ষে কাজ করছিলেন।
তবে এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিয়ে এখন জকিগঞ্জ-কানাইঘাটটে তোলপাড় চলছে। বলাবলি হচ্ছে, কেবল এ ৯জনই নয়, আরও প্রচুর বিএনপি নেতা গোপনে চাকসু মামুনের জয় নিশ্চিতে কাজ করছেন।
উল্লেখ্য, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে আসন সমঝোতার ভিত্তিতে তারা এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলনা উবায়দুল্লাহ ফারুক কে সমর্থন জানিয়েছে। এ সিদ্ধান্তের বিরোধীতা করে চাকসু মামুন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর নেমে আসে শাস্তির খড়গ। বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার