দাঁড়িপাল্লা ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক: মাওলানা হাবিবুর রহমান
৩০ জানু ২০২৬, ১১:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘আমরা মনে করি রাজনীতি মানে কেবল ক্ষমতা দখল নয়, রাজনীতি মানে হচ্ছে মানুষের অধিকার রক্ষা ও সমাজে ইনসাফ কায়েম করা। আজ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও সুশাসনের বড় প্রয়োজন। দাঁড়িপাল্লা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি হচ্ছে ন্যায়বিচার এবং ভারসাম্যের প্রতীক। আমরা কথা দিচ্ছি- যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে সমাজের প্রতিটি স্তরে ভারসাম্য বজায় রাখব এবং কারো উপর কোনো জুলুম হতে দেব না। আসুন, বিভেদ ভুলে সবাই মিলে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার শপথ নিই। ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনার পবিত্র আমানত ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। আমরা মানবিক বাংলাদেশ উপহার দিবো। ইনশাআল্লাহ।শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ আছর নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।সমাজসেবী সৈয়দ খিজির আহমদের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির সিলেট মহানগরী সভাপতি মাহবুবুর রহমান খালেদ, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালি পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ, জামায়াত নেতা আব্দুর রহমান দুদু, শ্রমিক নেতা জাবেদ আহমদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী রাজিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম, ২নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ১নং ওয়ার্ডের মাজহারুল ইসলাম, মদনমোহন কলেজ শিবিরের সভাপতি মিজানুর রহমান ও আলিয়া মাদ্রাসার সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে : 994 বার