সিলেটে সেফটি ট্যাংকের ভেতরে মিলল উচ্চ মাত্রার বিস্ফোরক
৩০ জানু ২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট সীমান্ত দিয়ে আসছে একের পর একে বিস্ফোরকের চালান। সেই সাথে আসছে আগ্নেয়াস্ত্র। র্যাবের কাছে ধরা পড়া বিস্ফোরকগুলো খুবই শক্তিশালী। র্যাবের অভিযানে একাধিকবার বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার হলেও মূল হোতারা সবসময়ই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাবের একটি দল সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে ইলেক্ট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের চালান উদ্ধার করেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকার বনবিভাগের পরিত্যক্ত বিল্ডিং অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতর একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এগুলো উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।
এসময় কাউকে খোঁজে পায়নি র্যাব। উদ্ধারকৃত পাওয়ার জেল এবং নন ইলেকট্রিক ডেটোনেটর নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এগুলো সিলেটের গোয়াইনঘাথানায় হস্তান্তর করা হয়।
এরআগে গত শুক্রবার সিলেটের দক্ষিসুরমা জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের পুরাতন টয়লেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬টি পাওয়ার জেল ও ৫টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার