স্কুলছাত্রীর সাথে প র কী য়া, অতপর অ প হ র ণ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

৩০ জানু ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ


স্কুলছাত্রীর সাথে প র কী য়া, অতপর অ প হ র ণ

স্টাফ রিপোর্টার:

৯ম শ্রেণীর স্কুলছাত্রীর সাথে পরকীয়া করে তাকে অপহরণের ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে অপহরক সামিউল হক অনিককে (২৫) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরে মাধবপুর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এআগে বৃহস্পতিবার বিকালে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানাধীন ওলিপুর  বাজার এলাকায় অভিযান চালিয়ে সামিউলকে গ্রেফতা করা হয়। সে মাধবপুর থানাধীন মোহনপুর ধর্মঘরের আলাউদ্দিনের পুত্র।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানয়, স্কুলছাত্রী হবিগঞ্জ জেলার মাধবপুরে বাসিন্দা। গ্রেফতারকৃত সামিউল হক অনিক ভিকটিমের পাশের বাড়িতে তার স্ত্রীসহ ভাড়া থাকত। সে বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিততে আসছিলো। বিষয়টি ভিকটিমের পিতা জানতে পেরে সামিউলকে বাধা প্রদান দিলে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করেন।এরই জের ধরে গত ১৮ জানুয়ারি সকালে ভিকটিম স্কুলে গিয়ে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ভিকটিমকে পায়নি। পরবর্তীতে ভিকটিমের পিতা জানতে পারেন ভিকটিম স্কুলে যাওয়ার পথে বাড়ির সামন থেকে পূর্ব হতে ওঁৎ পেতে থাকা সামিউলসহ অন্যরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার