সিলেটে ভোটের দিন উপরে উড়বে ড্রোন, নিচে প্রশিক্ষিত কুকুর
৩০ জানু ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততোই মাঠে বাড়ছে উত্তাপ। দেশের বিভিন্ন স্থানে ঘটছে সংঘাত-সংঘর্ষের ঘটনা। সিলেটে এখনো এমন অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও গেল কয়েক দিন ধরে পুলিশ, র্যাব ও বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন বাহিনীর অভিযানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও ধরা পড়েনি অস্ত্রের মালিকরা। ফলে ভোটের আগে ও ভোটের দিন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা সিলেটবাসীর মনে চেপে বসেছে। এ ছাড়া নির্বাচনী এই সময়ে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আগেভাগেই ব্যাপক প্রস্তুতি সেরে রেখেছে বিজিবি সিলেট সেক্টর। ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন উড়াবে বিজিবি। আর নিচে কাজ করবে প্রশিক্ষিত কুকুর অর্থাৎ ডগ স্কোয়াড। বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সেক্টরের অধীনে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০২ কিলোমিটার। নির্বাচনকালীন এই সময়ে যাতে সীমান্ত দিয়ে চোরাচালান, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা কোন ধরণের সীমান্ত অপরাধ সংঘটিত না হয় এজন্য বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত অপরাধ যাতে নির্বাচনী পরিবেশে কোন ধরণের বিরূপ প্রভাব ফেলতে না পারে সেজন্য বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম।
বিজিবি সিলেট সেক্টর সূত্র জানায়, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ১ ফেব্রুয়ারি থেকে সিলেটে বিজিবি মোতায়েন থাকবে। এর মধ্যে সিলেট বিভাগে সিলেট ও শ্রীমঙ্গল সেক্টরে মোট ৯০টি প্লাটুনে ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। সিলেট সেক্টরের অধীনে সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি আসনে অন্যান্য বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে থাকবে বিজিবি।
এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ এবং সুনামগঞ্জের সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় এককভাবে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী আরও ৫টি উপজেলায় সেনাবাহিনীর সাথে ও অন্যান্য ১২টি উপজেলায় বিভিন্ন বাহিনীর সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে।
এ ছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ‘ক-৯ ইউনিট’র ৪টি প্রশিক্ষিত ‘ডগ’ (কুকুর) মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বপালনের জন্য ইতোমধ্যে বিজিবি সদস্যদের ‘রায়োট কন্ট্রোল ট্রেনিং’ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা উপজেলাভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।
বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন পিএসসি জানান, নির্বাচনে প্রতিটি উপজেলায় ২-৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে। নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে ডগ স্কোয়াড। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যদের নতুন সংযোজিত নন-লেথাল অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরী পরিস্থিতি মোকাবেলায় এপিসিসহ বিজিবির কুইক রেস্পন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে।
কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন আরও বলেন, ‘বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগনের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোন হুমকী নেই। আশা করছি, নিরাপদেই নির্বাচন সম্পন্ন হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার