সিলেটে জমেছে এমরান-সেলিমের খেলা
২৯ জানু ২০২৬, ১০:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নিয়ে আসনটি। এই আসনটিতে এবার জামায়াত-বিএনপির লড়াই জমে উঠেছে। নিজেদের দলের ভোট টানার পাশাপাশি বিএনপি-জামায়াত অন্য দলের ভোট টানতেও কৌশলী ভূমিকা রাখছেন। বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতেও মরিয়া দুদল। তবে আওয়ামী লীগের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিতে আগ্রহী। বলা হচ্ছে সিলেট-৬ আসনটি চ্যালেঞ্জের আসন। এ আসনটিতে ক্রমেই জমছে খেলা। এ খেলার ফলাফল কী হবে তা এখনো অজানা। তবে ‘লাকিম্যান’ এমরান আহমদ চৌধুরী। বিএনপি’র প্রার্থী।নিজ দলের ভেতরেই তিনি খেল দেখিয়েছেন। তারেক রহমান সিলেটে এসেছিলেন ২১শে জানুয়ারি। ওইদিন আরেক চমক দেখালেন তিনি। সঙ্গে ছিলেন ড. এনামুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, ফয়সল আহমদ চৌধুরীসহ দলের ভেতরে মনোনয়ন চাওয়া সব প্রার্থী। সবাইকে নিয়ে তিনি বসলেন। জানিয়ে দিলেন তারা সবাই এক। বিয়ানীবাজার বিএনপি ব্যাকফুটে ছিল। সেখানেও সফল এমরান চৌধুরী। ফয়সল চৌধুরীর নির্দেশে মান-অভিমান ভুলে এক হলেন সেখানকার বিএনপি’র নেতারা। তবে এ আসনে এমরান চৌধুরীর প্রতিপক্ষ ঢাকা উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন। তার বাড়ি বিয়ানীবাজারে। এ আসনে সেলিম উদ্দিনের প্রার্থিতায় ছিল চমক।
জামায়াতের প্রার্থী ছিলেন সিলেটের আমীর মাওলানা হাবিবুর রহমান। জামায়াতের হয়েই তিনি এ আসনে এককভাবে প্রার্থী ছিলেন। হঠাৎই প্রার্থী বদল। মাওলানা হাবিব সরে গেলেন। চলে এলেন সিলেট-১ আসনে। এ আসন তার জন্য নতুন। ইতিমধ্যে ভোটারের কাছে পরিচিত হয়ে উঠেছেন। সিলেটের ৬টি নির্বাচনী আসনের মধ্যে সবার আগে যে আসনে প্রার্থীর নাম এসেছিল সেটি ছিল সিলেট-৬। জামায়াত জানান দেয় তখনই। আসনটি তারা ছাড়বে না। সেলিম উদ্দিন জামায়াতের ভেতরে অন্তঃপ্রাণ নেতা। তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই। রাজনীতির মাঠে সেলিম উদ্দিনকে নিয়ে বাজিই ধরলেন জামায়াত নেতারা। সিলেটের ৬টি আসনের মধ্যে একেক করে ৩টি আসনই ছাড় দিলো জামায়াত। এখন তাদের হাতে রয়েছে ৩টি আসন।
এই তিন আসনের মধ্যে জামায়াতের ভেতরে চ্যালেঞ্জের আসন সিলেট-৬। সেলিম উদ্দিনের জয় চায় জামায়াত। এজন্য আসনে সর্বশক্তি নিয়োগ করে জামায়াত নেমেছে। সেলিম উদ্দিনও ইতিমধ্যে নিজ দলের ভোটারের মধ্যে প্রভাব ফেলছেন। এখন টার্গেট নিরপেক্ষ ভোট ব্যাংক। কয়েক হাজার কর্মী মাঠে। সেলিম উদ্দিন সতর্ক। সিলেটে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। দাওয়াত দিয়ে তাকে নিয়ে গেছেন নিজের নির্বাচনী আসনে।
এদিকে, মামুনুল হককে স্টেজে রেখে সেলিম উদ্দিন বলেছেন- নির্বাচিত হলে এসপি, ওসি তাকে না জানিয়ে কাউকে গ্রেফতার করতে পারবে না। তার এই বক্তব্য এখন ভাইরাল। তাহলে কী বুঝাতে চাচ্ছেন সেলিম উদ্দিন? এ নিয়ে ভোটার মহলে নানা বিশ্লেষণ। তার এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন এমরান চৌধুরী। বলেছেন- আমার প্রতিপক্ষ কী বুঝাতে চাচ্ছেন সেটা বুঝতে পারছেন। উনি নির্বাচিত হলে আপনারা বাড়িতে থাকতে পারবেন না। সুতরাং এখন থেকেই ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার