এবার বাঁশবাগানে মিললো সিসার পিলেট, ৩ এয়ারগান
২৯ জানু ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
র্যাব-৯ এর আওতাভুক্ত বিভিন্ন এলাকার বন-জঙ্গল, ঝোপঝাড়, এমনকি রাস্তাঘাটেও মিলছে এয়ারগান। পাওয়া যাচ্ছে তাজা গুলিও। এবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ তিনটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯ সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের পূর্ব বড়চর এলাকার একটি বাঁশবাগান থেকে পাটের বস্তায় রাখা ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে একটি জিডি দায়ের করে উদ্ধারকৃত আলামতগুলো শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার