তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন আটবার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ জানু ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ


তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’, দেখেছেন আটবার

স্টাফ রিপোর্টার:
গত ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এ সাক্ষাৎকারে তাকে শান্তস্বভাব ও অন্তর্মুখী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে।

সাক্ষাৎকারে নিজের পছন্দের চলচ্চিত্রের কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান তার প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’। তিনি বলেন, ‘আমি সম্ভবত ছবিটি আটবার দেখেছি!’

এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার