*বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৫ জন আসামী গ্রেফতার, ।*

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৫ জানু ২০২৬, ০৪:০৮ অপরাহ্ণ


*বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৫ জন আসামী গ্রেফতার, ।*

স্টাফ রিপোর্টার:

জনাব কাজী আখতার উল আলম পুলিশ সুপার, সিলেট মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা, সিলেট জনাব মোঃ ওমর ফারুক এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ছবেদ আলী এর সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ)/গোপেশ চন্দ্র দাশ এর নেতৃত্বে টাঙ্গাইল জেলায় অভিযান পরিচালনা করিয়া
বিয়ানীবাজার থানার মামলা নং-০২(১২)২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ এর চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। সাজিদুল ইসলাম মুন্না(২৩), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-দেলুটিয়া,থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ)/দীপংকর সরকারের নেতৃত্বে অত্র থানাধীন বিয়ানীবাজার পৌরসভাস্থ নয়াগ্রাম সাকিনে অভিযান পরিচালনা করিয়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ২। ফয়সল আহমদ (৫০), পিতা-রিয়াজ উদ্দিন, সাং-শ্রীধরা, থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট’কে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ)/রফিকুল ইসলাম এর নেতৃত্বে
অত্র থানাধীন লাউতা ইউনিয়নের টিকরপাড়া সাকিনে অভিযান পরিচালনা করিয়া ৭০ পুড়িয়া গাঁজা, পরিমান-২৫০ গ্রাম উদ্ধার সহ ৩। রাজনা বেগম (৪৫), স্বামী-আব্দুল আলীম, সাং-বাহাদুরপুর টিকরপাড়া, এবং মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর সাকিনে অভিযান পরিচালনা করিয়া ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ৪। কবির আহমদ(৪৫), পিতা-মৃত তছির আলী, সাং-লামানিদনপুর, উভয় থানা-বিয়ানীবাজার, জেলা-সিলেট’দ্বয়কে গ্রেফতার করা হয়। অপর আরেকটি অভিযানে এসআই(নিঃ)/রফিকুল ইসলাম এর নেতৃত্বে বিয়ানীবাজার পৌরসভাস্থ নয়াগ্রাম সাকিনে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ৫। মোঃ আবুল হোসেন ভূইয়া, (৪৫), পিতা-মৃত খলিলুর রহমান,সাং-দক্ষিন পাড়িয়াবহর, থানা-বিয়ানীবাজার,জেলা- সিলেট’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা সহ মাদক আইনে মামলা রুজুপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার