””যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশ টিকবে না: মির্জা ফখরুল”’

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৩ জানু ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ


””যারা স্বাধীনতা চায়নি, তাদের হাতে ক্ষমতা গেলে এই দেশ টিকবে না: মির্জা ফখরুল”’

স্টাফ রিপোর্টার:

দেশের স্বাধীনতা যারা চায়নি, তাদেরকে যদি আমরা সরকার হিসেবে নিয়ে আসলে এই দেশ টিকবে না- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম ও শোলটহরি বাজারে নির্বাচনী প্রচারণায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, আমার বিরুদ্ধে ১১১টা মামলা। এগারো বার জেলে গেছি। চুরি-ডাকাতির জন্য নয়, ভোটাধিকার ও দেশের মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে জেলে গেছি। তার জন্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমাদের যিনি অত্যাচার করতেন তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। সবাইকে ফেলে তিনি একাই চলে গেছেন নিজের জান নিয়ে।

আমি একটা সুযোগ পেয়েছি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচনে যেন আমরা একটা সঠিক সরকার গঠন করতে পারি। ১৯৭১ সালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে? আমাদের মুক্তিযুদ্ধের কথা, এটা অনেক গর্বের। আমরা সবাই মিলে লড়াই করেছি,  একটা বাংলাদেশের জন্য। এটাকে যারা অস্বীকার করেছে, এটার বিরুদ্ধে যারা ছিল, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল তাদেরকে কি আপনারা বাংলাদেশের ক্ষমতায় আনতে চান? তারা ক্ষমতা চায়। একটা কথা মনে রাখবেন- যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসেন এই দেশ টিকবে না।

তারা এখন সুন্দর সুন্দর কথা বলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু একবার বলে না যে আমরা ৭১ সালে ভুল করেছিলাম। জাষ্ঠিভাঙ্গায় আমার হিন্দু ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা কেউ ভুলে যায়নি। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই।

গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তর করতে চাইলে সবাইকে ভোট দিতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছি। তাই দেশকে রক্ষা করতে হবে।

নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণসহ ভোটারদের সঙ্গে কুশল বিনিয়ম করেন মির্জা ফখরুল। এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার