আলিয়ার সভামঞ্চে তারেক রহমান
২২ জানু ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আলিয়া মাদরাসা মাঠের সভামঞ্চে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে মঞ্চে স্বাগত জানান।
এর আগে তারেক রহমান নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’- শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তিনি সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তার ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’- শীর্ষক বক্তব্যের আলোকে দেশের রাজনীতি অর্থনীতি ও সার্বিক উন্নয়ন চিন্তাভাবনা তুলে ধরেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার