আলীয় মাঠে ‘গুম ও শহীদ’ পরিবারের জন্য আলাদা জায়গা
২২ জানু ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকে প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে পুরো সিলেট জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া জনসভায় স্থানীয়রা বক্তব্য দিচ্ছেন।
এছাড়া ইতোমধ্যে মঞ্চে উপস্থিতি হয়েছেন চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে, সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণার জনসভায় ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
জানা যায়, জনসভাকে কেন্দ্র করেন সকাল ১০টার মধ্যেই তারেক রহমানের জনসভার জন্য মঞ্চ প্রস্তুতির কাজ শেষ করা হয়। মঞ্চে বসানো সব আসনই সাধারণ চেয়ার। এর সামনেই ‘গুম ও শহীদ’ পরিবারের সদস্যদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শতাধিক চেয়ার।
এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার