মিছিল-ঝংকারে মুখরিত সিলেটের রাজপথ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২২ জানু ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ


মিছিল-ঝংকারে মুখরিত সিলেটের রাজপথ

স্টাফ রিপোর্টার:

মিছিল- ব্যান্ডের শব্দে রীতিমতো মুখরিত সিলেটের রাজপথ। দলে দলে আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে নেমেছে মানুষের ঢল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মানুষের এই ঢল।

সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ রাজপথে নেমে আসেন। তাদের মুখে বিএনপি এবং ধানের শীষের পক্ষে নানা শ্লোগান। কোনো কোনো দলে আবার আছে ব্যান্ড পার্টি।

বাদ্যের তালে তালে নাচতে নাচতে কেউ কেউ ছুটছেন আলিয়া মাদরাসা অভিমুখে। কারো কারো মুঠোভর্তি ধানের শীষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সিলেট থেকেই বিএনপি তাদের প্রচারণা শুরু করছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে বুধবার রাতেই সিলেট পৌঁছেছেন।সকাল ১০টায় আলিয়া মাঠের জনসভা শুরু হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার