সিলেটের আখালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ
১৫ জানু ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের আখালিয়া নয়াবাজারে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হযনি। কোনো আটক বা গ্রেপ্তারও নেই। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আখালিয়া নয়াবাজারের স্থানীয় দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দেবোত্তর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হাবিব জানান, সংঘর্ষের খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে উভয়পক্ষের সঙ্গে আলোচনা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার