নির্বাচন ভবনে সিইসি ও বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শুরু
১৫ জানু ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র কার্যালয়ে এই আলোচনা শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত রয়েছেন।
বিএনপির এই প্রতিনিধি দলে আরও রয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি বা প্রস্তাব উত্থাপনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে নির্বাচন পরিচালনার কারিগরি দিক এবং রাজনৈতিক দলগুলোর আস্থার পরিবেশ তৈরি নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে, যেখানে আলোচনার মূল বিষয়বস্তু ও নির্বাচন কমিশনের আশ্বাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নির্বাচন কমিশনও এই বৈঠকের পর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায় কি না, সেদিকেই এখন সবার নজর।
নির্বাচনের বাকি আর এক মাসেরও কম সময়, তাই এই মুহূর্তের প্রতিটি রাজনৈতিক সংলাপই দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার