বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ভারতীয় জিরা জব্দ
১২ জানু ২০২৬, ০৬:১৪ অপরাহ্ণ

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতারসহ ২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ীসহ আরো ২ চোরকারবারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী কুড়ারবাজার ইউনিয়নের খসিরবন্দ হাতিটিলা এলাকার সফর উদ্দিনের ছেলে রাসেল মিয়া। এসআই(নিরস্ত্র)/হোসাইন মিয়া, এএসআই(নিরস্ত্র)/মুহাম্মদ মুজাম্মেল হক, এএসআই/মোহাম্মদ রিপন মিয়া, এএসআই(নিরস্ত্র)/আবুল হাসনাত সঙ্গীয় ফোর্স অভিযানে নেতৃত্ব দেন।
এদিকে পৃথক অভিযানে ২০ বস্তা ভারতীয় জিরা ও পিকআপ গাড়ীসহ আরো দুই চোরাকারবারী শাহপরান থানার তিলেপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রহিম (২৮) ও খাদিমনগর এলাকার পুরাণবাড়ির ছালেক মিয়ার ছেলে কবির আহমদ (১৯)-কে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, আসামীদেরকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার