সিলেটে ২ জনকে ধরলো পুলিশ
১০ জানু ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা দুইজনকে আটক করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌণে ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার মোমিনখলা (আশিক কমিশনারের বাড়ির পাশে) এলাকার মৃত ওয়াতির আলীর ছেলে শামীম আহমদ (৪০) এবং একই থানার বারখলা এলাকার ইউনুছ ব্যাপারীর ছেলে নাজিম উদ্দিন মুন্না (২৮)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমা থানার মুছারগাঁও (গৌছ আলীর কলোনি) এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌণে ১২টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর এলাকার স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে তল্লাশী চালিয়ে ২৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার