ওমানে বাংলাদেশের একই পরিবারের তিনজন নিহত

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১০ জানু ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ


ওমানে বাংলাদেশের একই পরিবারের তিনজন নিহত

ওমান প্রতিনিধি:
ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে সালালাহ শহরে হযরত আইয়ুব (আ.)-এর মাজার জিয়ারত ও ভ্রমণ শেষে ফেরার পথেই এক মার্মাতিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহতের খবর পাওয়া যায়।
শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত অঞ্চলে একটি চলন্ত প্রাইভেট কারের সাথে উটের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা মা, তাঁর একমাত্র ছেলে ও মেয়ের জামাই ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাঁদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

একই গাড়িতে থাকা সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা গুরুতর আহত হন। তাদের সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুরুতর আহত সবার শারীরিক অবস্থা সম্পর্কে স্বজনেরা গভীর উদ্বেগে রয়েছেন।

ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, কয়েক দিন আগে মাস্কাট থেকে তাঁরা সালালাহ হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্য পাহাড় আর সমুদ্রঘেরা সালালাহতে পরিবারের সবাই মিলে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘরি শেষে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই-একসঙ্গে চলে যাবে, কখনো ভাবিনি। এটি মানতে পারছি না।

একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছোট ছিলোনিয়া গ্রামে পৌঁছালে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহত সাকিব ছিলেন পরিবারের একমাত্র ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ দেশে পাঠানোর প্রক্রিয়াধীন চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার