সিলেটে নির্বাচনী প্রচারণায় বাধা, থানায় জিডি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৯ জানু ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজার এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক সংগঠনের কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেট মহানগর বিএনপির মোগলাবাজার শাখার সদস্য সচিব মো. জামাল আহমদ।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মোগলাবাজার থানায় এই সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

 

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, মো. জামাল আহমদ মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর দক্ষিণপাড়া ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বর্তমানে মোগলাবাজার শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই এলাকার মৃত জহির মিয়ার ছেলে আলাউদ্দিন (৪৯) এবং আতাউর রহমান কালাইয়ের ছেলে ইমন আহমদ (২৬)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে আসছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলাফেরা করছে। সুযোগ পেলেই তারা বিএনপি নেতাকর্মীদের চলাচলের পথে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ একাধিকবার গ্রেপ্তার অভিযান পরিচালনা করলেও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়নি।এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত আলাউদ্দিন ও ইমন আহমদসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি মো. জামাল আহমদের বসতবাড়িতে গিয়ে হুমকি প্রদান করেন। এ সময় তারা এলাকায় বিএনপির কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো হলে মো. জামাল আহমদসহ তাঁর পরিবারের সদস্যদের প্রাণে হত্যার হুমকি দেন। এ ঘটনায় মো. জামাল আহমদ ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা একান্ত প্রয়োজন বলে তিনি আবেদনে উল্লেখ করেন।মোগলাবাজার থানার ডিউটি অফিসার রুবিনা আক্তার জানান, নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার হুমকির অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ৩৯১। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার