আগস্ট মাস থেকে মাদুরোর গতিবিধি ট্র্যাক করেছিল সিআইএ এজেন্টরা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ণ


আগস্ট মাস থেকে মাদুরোর গতিবিধি ট্র্যাক করেছিল সিআইএ এজেন্টরা

স্টাফ রিপোর্টার:

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি ছোট গ্রুপ গত আগস্ট মাস থেকে ভেনেজুয়েলার ভূখণ্ডে অবস্থান করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভ্যাস ও গতিবিধি পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদন অনুসারে, অভিযানের পরিকল্পনায় জড়িত মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার।

কয়েক মাসের হুমকি এবং চাপের কৌশলের পর রাতের অভিযানে ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে মাদুরোকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। তাকে নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেছেন, যুক্তরাষ্ট্র কারাকাসে বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছে।তিনি ওয়াশিংটনের এই পদক্ষেপকে সামরিক আগ্রাসন বলে নিন্দা করে জানান, ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার