বিয়ানীবাজারে ইয়াবাসহ মহিলা ব্যবসায়ী গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ জানু ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ


বিয়ানীবাজারে ইয়াবাসহ মহিলা ব্যবসায়ী গ্রেফতার

বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজারে ৫০ পিস ইয়াবাসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সিলেটের পুলিশ সুপার ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় দুবাগ এলাকা থেকেমোছাঃ ফুলেরুন বেগম (৩৬) নামে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর দুবাগের লুতুর আহমদ প্রকাশ লুৎফুর রহমানের স্ত্রী। বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ রিপন মিয়া, এএসআই (নিরস্ত্র) মোঃ রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার