সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল চৌধুরীর মনোনয়নপত্র বৈধ
০৪ জানু ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সারওয়ার আলম।
রবিবার (৪ জুলাই) দুপুরের দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে শনিবার (৩ জানুয়ারি) তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছিল।
মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্রে গড়মিল থাকায় তা স্থগিত রাখা হয়েছিল।
রবিবার সেসব গড়মিল সমাধান করা হলে তা ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সিলেট-৬ আসনে বিএনপির দলীয় নির্দেশনা অনুসারে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফয়সল চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবেন একজন। তবে তিনি কে হতে পারেন, তা সবাই অনুমান করলেও চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে দলের উচ্চ পর্যায় থেকে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার