যশোরে জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত, এলাকায় আতঙ্ক
০৪ জানু ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
যশোরে জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুরে মারপিটের পর তার বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এনাম সিদ্দিকী এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে এনাম বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মুখ বাঁধা অবস্থায় প্রথমে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে, পরে বুকে তিনবার ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের দাবি, হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর হামলা চালানো হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর, বর্তমানে তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, আসন্ন নির্বাচন বানচাল করতেই জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মদ জানান, তারা হামলার খবর পেয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার