ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আশা করি: মেজর হাফিজ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৩ জানু ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ


ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আশা করি: মেজর হাফিজ

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আশা করি, শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে।

শনিবার (৩ জানুয়ারি) ভোলা রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা বিনা বাঁধায় ভারতে প্রবেশ করে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, এ ধরনের যারা হত্যাকান্ড করে ভারত সরকার তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে।

ওসমান হাদির হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ বলেন, শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে, ভারতের অর্থ, সাহায্য-সহযোগিতা ও প্লানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সাধারণ মানুষ আতঙ্কিত যে, আগামী নির্বাচনের আগে বাকি সময়ে আরও হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে। আর তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে। তাদের জন্য ভারতের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার