সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়ছল চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৯ ডিসে ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ


সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়ছল চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

বিয়ানীবাজার সংবাদদাতা:
সিলেটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট-৬ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ফয়ছল আহমদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ সময় তার সাথে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিকাল ৪টার দিকে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে ফয়ছল আহমদ চৌধুরী বলেন, বিএনপি তাকে মুল্যায়ন করেছে। তৃণমুল মানুষের কথা শুনছে। এখন সবাই দলীয় প্রতীককে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, কোথাও কোন্দল নেই। সবাই ধানের শীষের পক্ষে আছেন। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার