আমদানী নি ষি দ্ধ সিগারেটসহ ২জন গ্রেফতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ ডিসে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ


আমদানী নি ষি দ্ধ সিগারেটসহ ২জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দকরেছে র‌্যাব। এসময় গাড়ি তল্লাশি চালিয়ে ৯৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। চেকপোস্টে গাড়ি থামানোর পর দুজন পালিয়ে যাবার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে গ্রেফতারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। এরআগে

গ্রেফতারকৃতরা হচ্ছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পারনিখলা এলাকার আশরাফ আলীল ছেলে মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানাধীন আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে তানভির আহমদ শামীম (৪২)।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানায়,গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিদেশী সিগারেট এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার