জাতীয় নির্বাচন: সিলেটে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩৪ জন
২৫ ডিসে ২০২৫, ১০:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে তৎপরতা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ঘনিয়ে আসায় বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৪ জন প্রার্থী।
জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ-অধিকার পরিষদ ও বাসদ (মার্কসবাদী)—এই পাঁচটি দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-২ আসনে বিএনপি, খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ-অধিকার পরিষদ ও গণফোরামসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে এই আসনে আরও একটি অতিরিক্ত মনোনয়নপত্র কেনা হয়েছে।সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে সিলেট-৩ আসনে। এই আসনে মোট ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এখানে বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের গ্রুপ), ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৪ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও গণ-অধিকার পরিষদের প্রার্থীরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৫ আসনে বিএনপি, জামায়াতে ইসলামি, জমিয়তে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে সিলেট-৬ আসনে বিএনপি, গণ-অধিকার পরিষদ ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনেও বিএনপির পক্ষ থেকে আরও একটি অতিরিক্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাচন অফিসের মাধ্যমে এসব মনোনয়নপত্র বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি আপিল করতে পারবেন প্রার্থীরা। এবং এই আপিল নিষ্পত্তি করা হবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার (২৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সিলেট জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকেই সিলেট অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার