বিমানবন্দরে লাল-সবুজের বুলেটপ্রুফ বাস
২৫ ডিসে ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহন করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেটে উপস্থিত করা হয়েছে বিশেষভাবে প্রস্তুত লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাস।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দরে প্রবেশ করা এই বাসটি বিশেষভাবে সাজানো; এর দুই পাশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সাঁটানো হয়েছে। জানালাগুলো নিরাপত্তা কাচ দিয়ে ঘেরা।
বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিমানবন্দর সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান এই বাসে চড়ে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন। সেখানে তিনি চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখবেন। হাসপাতালের পথে ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার