‘ফেরা’-বিমানে বসে তারেক রহমানের ফেসবুক পোস্ট
২৫ ডিসে ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে আজ প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৪ ডিসেম্বর) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আবেগঘন মুহূর্তে স্যোশাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি ছবির সঙ্গে মাত্র এক শব্দের স্ট্যাটাস দেন তিনি, যেখানে লেখা ছিল— ‘ফেরা’।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ‘রাজকীয়’ সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
জানা যায়, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন। সেখানে তার ভাষণের জন্য ইতোমধ্যেই একটি সুবিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় প্রিয় নেতাকে বরণ করে নিতে বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মীর ঢল নেমেছে কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল পর্যন্ত। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক সমর্থক ‘লিডার আসছে’ স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছেন।
বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার