বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার পৌর জামায়াতের ফ্রি সুন্নতে খৎনা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৪ ডিসে ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ


বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার পৌর জামায়াতের ফ্রি সুন্নতে খৎনা

সংবাদ বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজারে পৌর জামায়াতে উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার পৌর শহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।

ক্যাম্প পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন- শিশুরা আমাদের সম্পদ। সময় মতো তাদের সুন্নাতে খতনা দেয়া অভিভাবকদের নৈতিক দায়িত্ব। অনেকেই অসচ্ছলতার কারণে সময় মতো খতনা দিতে পারেন না। তাই সামর্থবানদের উচিত সুন্নাতে খতনা কাজে সহযোগিতা করা। এক্ষেত্রে বিয়ানীবাজার পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি খতনা ক্যাম্প একটি সময়োপযোগি ও মহৎ উদ্যোগ। পৃষ্টপোষকতার মাধ্যমে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

ক্যাম্পের প্রধান আয়োজক ফরিদ আহমদের ব্যবস্থাপনায় ক্যাম্পে পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর জামায়াতের আমির কাজী জমির হোসাইন, পৌর জামায়াতের সেক্রেটারি সাদুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবির সভাপতি ফাতেহুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনিবুর রহমান পাবেল, উপজেলা উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মুমিন, উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর জামায়াতের প্রচার সেক্রেটারি জাকির হোসেন,  সাবেক পৌর ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমদ, হাবিব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজক ফরিদ আহমদ  বলেন- এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।

ক্যাম্পে শতাধিক সংখ্যক শিশু বিনামূল্যে সুন্নতে খৎনা সেবা গ্রহণ করেন, নতুন কাপড় ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়। যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার