সিলেট-তামাবিল মহাসড়কে প্রাণ গেল জামালের
২৪ ডিসে ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ণ

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জামাল মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ১নং নিজপাট ইউনিয়নের মাস্তিং হাটি এলাকায় মহাসড়কের চাঙ্গিল ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জামাল মিয়া উপজেলার মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের জদু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, কাজের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামাল মিয়ার।
খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ও জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী সকল কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার