যে কারণে ওসমানী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
২৪ ডিসে ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। মধ্যে সিলেট থেকে দলের নেতাকর্মীরা ঢাকায় গিয়ে অবস্থান করছেন। তারেক রহমান স্বপরিবারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতীকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তাকে বহনকারী ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এছাড়া, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেটের ওসমানী বিমানবন্দরসহ আশপাশ এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি। তবে তারেক রহমান।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটও কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে।
সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিমানবন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। আন্তার্জাতিক ফ্লাইট অবতরণের আগেই আমরা সর্তক থাকি। সেই সাথে আমাদের কাছে কোন নির্দেশনা আসলে আমরা সেই আলোকে কাজ করে থাকি।
এই সংবাদটি পড়া হয়েছে : 988 বার