বিএনপি চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ ডিসে ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ


বিএনপি চেয়ারপারসনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

স্টাফ রিপোর্টার:
উন্নত চিকিৎসায় বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত আছে কাতার সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়ার পর থেকেই খালেদা জিয়া এভারকেয়ারে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সবশেষ তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।

এই সংবাদটি পড়া হয়েছে : 993 বার