খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ ডিসে ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ


খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশে আজ সবাই দোয়া করছেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার দেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন।’

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপসানলয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি।

বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা জানান, সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে এসে দীর্ঘসময় ধরে বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন তারা।

এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার