সিলেটের পাঠানপাড়া থেকে আটক ৪

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ ডিসে ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ


সিলেটের পাঠানপাড়া থেকে আটক ৪

স্টাফ রিপোর্টার:
সিলেটের মোগলাবাজার এলাকায় দোকানের ভেতরে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার দিরাইল এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল (৩৫), হবিগঞ্জের মাধবপুর থানার বামেশ্বর এলাকার মৃত আলী রেজার ছেলে মোঃ ফারুখ মিয়া (৩৫), সুনামগঞ্জের শিম্বরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৫) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট লাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে আব্দুল করিম (৩০) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট বারেকের বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার ফারিয়া স্টোর নামীয় দোকানের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে মোগলাবাজার থানার ননএফআইআর নং-৮৯,তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার