শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ নভে ২০২৫, ১২:২৯ অপরাহ্ণ


শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার:
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘ব্লক-এ’ এর চতুর্থ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অফিসার রাশেদ বিন খালেদ ইত্তেফাক ডিজিটালকে জানান, সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর আসে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় ১১টা ২০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এরপর ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কারও হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার