রোনালদোর ওপর তিন ম্যাচ নিষেধাজ্ঞা, দুইটি স্থগিত করলো ফিফা

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৬ নভে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ


রোনালদোর ওপর তিন ম্যাচ নিষেধাজ্ঞা, দুইটি স্থগিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক:
আগামী বছরের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে রেকর্ড ষষ্ঠবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে খেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিশ্বকাপ বাছাইপর্বে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় টুর্নামেন্টের শুরুতে তাকে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ‘সহিংস আচরণ’ ও ‘গুরুতর ফাউল প্লে’র অভিযোগে শাস্তির মুখেও পড়েন তিনি।

ফিফার শাস্তিমূলক কমিটি মঙ্গলবার (২৫ নভেম্বর) রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। তবে এর মধ্যে দুই ম্যাচের শাস্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এরই মধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করা ম্যাচে মাঠে নামেননি তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় পর্তুগিজ তারকাকে। নিয়ম অনুযায়ী এ ধরনের ঘটনায় অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে আন্তর্জাতিক ফুটবলে ২২৬তম ম্যাচে এসে এটি তার প্রথম লাল কার্ড হওয়ায় ফিফা সিদ্ধান্তে নমনীয়তা দেখিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার