সিলেটে যে কারণে আ ট ক হলেন মিছির-শায়েলা : হোটেল সিলগালা
২০ নভে ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”-এ এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ বলছে, হোটেলের একটি কক্ষ থেকে একজন পুরুষ ও একজন নারীকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মিছির আলী (৪২) এবং শায়েলা বেগম (৩২)। পুলিশ জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগের কারণে হোটেলটি সিলগালা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এসএমপি মিডিয়া সেলের সহকারী উপপুলিশ কমিশনার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার