সিলেটে এক ক্লিকে পুলিশের সেবা পাবেন যেভাবে

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২০ নভে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ণ


সিলেটে এক ক্লিকে পুলিশের সেবা পাবেন যেভাবে

স্টাফ রিপোর্টার:
‘সিলেটে এক ক্লিকে পুলিশের সেবা’ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) চালু করেছে আধুনিক মোবাইল অ্যাপ ‘GenieA (জিনিয়া)’। স্মার্ট পুলিশিং উদ্যোগের অংশ হিসেবে নাগরিক নিরাপত্তা ও দ্রুত সাড়া নিশ্চিত করতে এ অ্যাপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) দায়িত্ব নেওয়ার পরই এ উদ্যোগ বাস্তবায়ন করেন। গত ১৬ অক্টোবর মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হওয়ার পর এক মাসের মাথায় চলতি ১৬ নভেম্বর বাকি ৫ থানায়ও অ্যাপটি চালু করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) এক বার্তায় অ্যাপটির সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি মূল ফিচার যুক্ত করা হয়েছে। এসওএস সেবা-যেকোনো বিপদে অ্যাপের SOS বাটনে ক্লিক করলেই ব্যবহারকারীর পরিচয়সহ স্বয়ংক্রিয় বার্তা পৌঁছাবে এসএমপি কন্ট্রোল রুমে। এরপর সফটওয়্যার নির্ধারিত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেবে। ইনসিডেন্ট রিপোর্টিং-নাগরিকরা যেকোনো অপরাধ, সন্দেহজনক কার্যক্রম বা প্রাসঙ্গিক তথ্য অ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। প্রয়োজনে এমন একটি অপশনও রয়েছে, যেখানে পাঠানো তথ্য শুধুমাত্র পুলিশ কমিশনারই দেখতে পারবেন।

এসএমপি সূত্র জানায়, ধাপে ধাপে এই অ্যাপে সিসিটিভি মনিটরিং ও AI বিশ্লেষণ, পুরো শহরে ড্রোন নজরদারি ব্যবস্থা, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা, সাক্ষ্যপ্রমাণে ব্লকচেইনের ব্যবহার যুক্ত করা হবে।

এসএমপি জানায়, ধাপে ধাপে অ্যাপটিতে আরও যে সুবিধাগুলো যুক্ত করা হবে- সিসিটিভি মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিশ্লেষণ, পুরো শহরে ড্রোন নজরদারি ব্যবস্থা, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা, সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণে ব্লকচেইন ব্যবহার, নাগরিক মতামত ও আলোচনার প্ল্যাটফর্ম, AI–ভিত্তিক আইনি সহায়তা, জিডি–মামলা লেখায় সহায়তা, এক ক্লিকে প্রস্তুত খসড়া সিস্টেমে পাঠানোর সুবিধা, পুলিশ, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার ইন্টিগ্রেশন, দুর্ঘটনার তথ্য দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা, ক্রাইম হিট ম্যাপ, যানজট বিশ্লেষণ, ট্রাফিক ফাইন পরিশোধ, অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার–পাঠাও–সিএনজি সেবা মনিটরিং, অতিরিক্ত ভাড়া, ছিনতাই ও সাইবার বুলিং দমন ব্যবস্থা।

GenieA অ্যাপের ডাউনলোড লিংক- GenieA অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন। Android (Google Play): https://play.google.com/store/apps/details / iOS (TestFlight Beta):https://testflight.apple.com/join/me4bzukD

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার