মধ্যরাতে মৃদুস্বরে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

১১ নভে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ


মধ্যরাতে মৃদুস্বরে স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহে মধ্যরাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জেলা ছাত্রলীগের ব্যানারে সোমবার (১০ নভেম্বর) দিনগত মধ্যরাতে মিছিলটি বের হয়। মিছিলে ৬-৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জানা যায়, মিছিলটি মাত্র ৫৪ সেকেন্ড স্থায়ী ছিল। মশাল হাতে তারা শৈলকূপা উপজেলার ভাটই বাজারে পার্শ্ববর্তী কোনো একটি গ্রামীণ সড়কে দ্রুততম সময়ের মধ্যে মিছিল বের করে। মৃদুস্বরে কয়েকবার স্লোগান দেওয়ার পরই তারা ওই এলাকা থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মুখে মাস্ক পরা ছিল।

এরপর রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন।

এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, একটি মিছিলের ভিডিও দেখেছি। মিছিলটি আসলে কোথায় হয়েছে তা জানার চেষ্টা করছি। মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার