গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০৪ নভে ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ


গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার:
ফেনী সদরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম (৫৫) ও জেসমিন আক্তার (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান চন্দ্র সরকার।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার