সিলেটে যে কারণে গ্রেপ্তার আলোচিত আব্দুল্লাহ

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ নভে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ণ


সিলেটে যে কারণে গ্রেপ্তার আলোচিত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের বহুল আলোচিত-সমালোচিত মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

মো. আব্দুল্লাহ (৩০) কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁওর মৃত রাশিদ আলীর ছেলে।

পুলিশ জানায়, তিনি বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও তিনি যৌতুকসহ অন্তত দুটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার