সিলেটে বাসের সাথে ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

০১ নভে ২০২৫, ০১:০২ অপরাহ্ণ


সিলেটে বাসের সাথে ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের

স্টাফ রিপোর্টার:
সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়েসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দয়মীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতরা সবাই একই পরিবারের বলে জানায় পুলিশ।

খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

একই সাথে প্রাইভেট কার চালক হারুন মিয়া ও মেয়ে আনিছা বেগম (১০)। মরদেহ উদ্ধার করে হাসপাতালের হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতরা ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়াার মেয়ে মুন্নি আক্তার (২৩)। একই সাথে প্রাইভেট কারের ভিতরে থাকা চারজন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, দয়ামীর এলাকায় সিলেট হতে হবিগঞ্জ গামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেট কার এর মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার