সিলেটে গোয়েন্দা জালে আলমগীর

Daily Ajker Sylhet

দৈনিক আজকের সিলেট

২৮ অক্টো ২০২৫, ০৩:১৬ অপরাহ্ণ


সিলেটে গোয়েন্দা জালে আলমগীর

স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো. আলমগীর (৩৫) সিলেটের বালাগঞ্জের রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। তিনি আম্বরখানা বড়বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় অভিযান চালায়। এসময় সুইপার কলোনী গেইটের সামনে থেকে ৪শ ৩৮ পিস ইয়াবাসহ আলমগীরকে গ্রেফতার করে।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার